স্পোর্টস ডেস্ক:
চার রান দিয়ে পাঁচটি উইকেট নিলেন আফ্রিদি। তবে, তিনি শহীদ আফ্রিদি নন। তার নাম শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানি এই বোলারের বয়স মাত্র ১৭ বছর। তিনি একজন পেসার। শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ৩.৪ ওভার বল করে চার রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা শাহীন শাহ আফ্রিদি। এর মধ্যে তিনি একটি ওভার মেডেন করেন।
এই ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগ ছিল শাহীন শাহ আফ্রিদির সামনে। কিন্তু তিনি সেটি পারেননি। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে উইকেট শিকার করেন তিনি। ২০তম ওভারে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন তিনি। ওভারের তৃতীয় বলে জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফানকে সাজঘরে ফেরান আফ্রিদি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করতে নামে মুলতান সুলতানস। ১৯.৪ ওভারে ১১৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার কুমার সাঙ্গাকারা।
লাহোর কালান্দার্সের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ছাড়াও ভালো বল করেছেন সুনিল নারিন। চার ওভার বল করে ১৬ রান দিয়ে দুইটি উইকেট নেন তিনি। এছাড়া সোহেল খান ১টি ও মিচেল ম্যাকক্লেনাঘান ১টি করে উইকেট নেন।
দৈনিক দেশজনতা/এন এইচ