নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল সীমান্তের বারপোতা থেকে ২১০ বোতল ফেনসিডিলসহ জিয়া সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্তের দক্ষিণ বারোপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়া সরদার বেনাপোলের পুটখালী গ্রামের মৃত রোস্তম সরদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য কেনা-বেচার সময় জিয়া সরদারকে আটক করা হয়। এ সময় রেজাউল ইসলাম নামে একজন পালিয়ে যায়। জিয়ার কাছে থাকা দুটি বস্তা থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ