২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

সিরিয়ার নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ক্ষমতাসীন আসাদ সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়ার নেতৃত্বে নতুন করে গৌতা শহরে চলমান বোমা হামলায় নারী, শিশুসহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া মোটর স্টেশনে মানববন্ধন করেছে ‘ বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখা।

শুক্রবার ( ০৯ মার্চ) প্রফেসর হামিদুর রহমান সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্রেটারি, এম ডি জুনাইদ চৌধুরী, সহ-সভাপতি, পরিচালক সমাজ সেবা বিভাগ,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, এম ইব্রাহীম কবির, সবুজ বাংলার পরিচালক, শাহেদ ফেরদৌস হিরু,অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, মাদ্রাসা সাধারন শিক্ষক সমিতি লোহাগাড়ার, মাষ্টার নাছির উদ্দিন, বিশিষ্ট কলামিস্ট, মোঃ হোছাইন, লোহাগাড়া তরুন ঐক্য ফোরামের সভাপতি, আবু ছিদ্দিক ও প্রমুখ উপস্তিত ছিলেন।

বক্তারা বলেন সিরিয়ার মানবিক কান্না নিয়ে আমরা বিশ্ব মোড়লদের রাজনীতি চাই না। পরাশক্তির হুংকার কিংবা জঙ্গি জান্তার ত্রাস কোনোটিই মানবতা-বান্ধব নয়। আমরা জাতি-ধর্মের ভেদাভেদ বুঝি না। বন্দী মানবতার মুক্তি চাই।

বক্তরা বলেন বিশ্বের কতিপয় দেশ মানবতার নামে পরমাণু অস্ত্রের খেলায় মেতেছে। তারা নির্বিচারে মানুষ হত্যা করে সারা দুনিয়াকে মৃত্যুকূপে পরিণত করেছে। অন্যান্য শান্তিকামী দেশসমূহ চলমান বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালেও যুদ্ধবাজ এ দেশগুলো তা মানছে না। বরং যুদ্ধ বন্ধ করেছে বলে বিশ্ব বিবেকের সাথে পরিহাস করছে।

বক্তরা আরো বলেন তাদের এমন জঘণ্য কান্ডে বিশ্ব মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। মানবাধিকার রক্ষার কথা বললেও মধ্যযুগীয় বর্বরতায় মুসলিম দেশগুলোতে পাখি শিকারের মতো মানুষ হত্যা চলছে। বিশ্ব বিবেকের নীরবতা আজ মানুষকে হতবাক করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সিরিয়াসহ বিশ্বের অবুঝ শিশু ও মুসলিম গণহত্যা বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণে ওআইসি, আরব লীগ, জাতিসংঘের প্রতি জোর দাবী জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৮:৪৩ অপরাহ্ণ