১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

গাজীপুরে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ৭ মার্চ বুধবার বিকেলে ৬৭০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলো- শ্রীপুর পৌরসভার কেওয়া মুন্সীবাড়ীর রনি মুন্সী (৩৫) ও তার স্ত্রী শাহীনা আক্তার (২৮)।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম রাসেল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাওনা-শ্রীপুর রোডের কেওয়া এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের সদস্যরা। এসময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার এবং প্রাইভেটকার আরোহী রনি ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে আটককৃতদের বাসায় তল্লাশি চালিয়ে আরো চারশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্ধ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ৭:৫৫ অপরাহ্ণ