১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

শিমুল বিশ্বাসের রিমান্ড শুনানি ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান ও বংশাল থানার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের রিমান্ড শুনানির তারিখ পিছিয়ে আগামী ২২ মার্চ ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলা দুটি রিমান্ড শুনানির জন্য ধার্য ছিলো। এজন্য শিমুল বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। তবে শিমুল বিশ্বাসকে রিমান্ডে না নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট বিচারাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে গুলশান থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব এবং বংশাল থানার মামলায় আরেক মহানগর হাকিম লস্কার সোহেল রানা রিমান্ড শুনানির তারিখ ২২ মার্চ ঠিক করে দেন। শিমুল বিশ্বাসকে গুলশান থানার মামলায় ১০দিন এবং বংশাল থানার মামলায় সাত দিন রিমান্ড চায় পুলিশ।

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নম্বর বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ