নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারী ফয়জুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাবসহ তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়জুরের ভাইয়ের নাম এনামুল।
বৃহস্পতিবার (০৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে গাজীপুর থেকে এনামুলকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনামুল ফয়জুরের মোবাইল ফোন ও ট্যাব নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে মোবাইল ফোন ও ট্যাবে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃকতার আলামত পাওয়া গেছে বলেও জানান ডিসি মহিবুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে মুক্তমঞ্চের এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর পেছন থেকে হামলা চালায় ফয়জুর রহমান নামে এক দুর্বৃত্ত। ছুরি দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে হামলাকারী। পরে ওই হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে শাবিপ্রবি শিক্ষার্থীরা।
ঘটনার পর বিকেল সাড়ে ৫টার দিকে জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন করে ক্ষতের রক্তক্ষরণ বন্ধ করা হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাতেই সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ গতকাল বুধবার সন্ধ্যায় এই লেখককে সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর