১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

শান্তিপূর্ণ কর্মসূচিকে বাঁধা দিয়ে পন্ড করার প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ প্রতিটি কর্মসূচিকে সরকারের লেলিয়ে দেয়া পুলিশ উদ্দেশ্যমূলকভাবে পন্ড করে দিতে হামলা চালাচ্ছে। প্রতিবাদের অধিকারকে পদদলিত করে এ হামলা নজিরবিহীন ন্যক্কারজনক এবং পরিস্থিতি অশান্ত করার চক্রান্ত বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’তে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ পালনের কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, তারা(পুলিশ) নেতা-কর্মীদের সঙ্গে সমাবেশের ভেতরে ঢুকে থাকেন; আমাদের পাশাপাশি বসে থাকেন, শ্লোগান দেন। এক পর্যায়ে অস্ত্র দেখিয়ে নেতাকর্মীকে ধরে নিয়ে যান।
মির্জা ফখরুল বলেন, আমরা একটা কথা বুঝতে পারছি না। তারা(সরকার) মুখে সুন্দর সুন্দর কথা বলছে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা(সরকার) কোনো বাধা দেব না। আমরা শুধু শান্তিপূর্ণই নয়, একেবারে সুবোধের মত শান্ত এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচির মধ্যে তারা (আইন শৃক্সক্ষলা রক্ষীবাহিনী) অনুপ্রবেশ করে অশান্তিময় করে তুলছে এবং খুব পরিকল্পিতভাবে করছে; আমরা যেন ভবিষ্যতে আর কোনো ধরনের কর্মসূচি করতে না পারি সেই জন্য তারা পরিবেশ নষ্ট করছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ৭:৫৯ অপরাহ্ণ