স্পোর্টস ডেস্ক:
ডারবানে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট চলাকালীন সময়ে প্লেয়ার্স টানেলে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েছিলেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়া ক্রিকেটার কুইন্টন ডি কক। ম্যাচশেষে দুজনকেই পৃথক দুইটি মাত্রার অপরাধে অভিযুক্ত করা হয়। ওয়ার্নার তার অভিযোগ ও শাস্তি মেনে নিলেও ডি কক তার ওপরে আনীত মাত্রা কমাতে আপীল করেন। তবে লাভ হয়নি। শুনানির পর তাকে ১৫ শতাংশ জরিমানা সহ একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
ওয়ার্নার-ডি কক নিয়ে জল ঘোলা কম হয়নি। চতুর্থ দিন প্লেয়ার্স টানেলে তার ডি ককের দিকে ছুঁটে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে তার স্ত্রীকে নিয়ে ব্যক্তি হামলা করা। ওয়ার্নারের মতে ডি কক কাজটি করেছে। অন্যদিকে প্রোটিয়ারা বলছে এই অজি সহ-অধিনায়কই শুরু করেছেন সব। সব মিলিয়ে খেলাটির মর্যাদা নষ্ট করায় ম্যাচ রেফারি জেফ ক্রো ওয়ার্নারকে দুই মাত্রার ও ডি কককে এক মাত্রার অপরাধে অভিযুক্ত করে।
ওয়ার্নার শাস্তি মেনে নিলেও ডি কক আপিল করেন। তাই বুধবার রাতে তিনি শুনানির সম্মুখীন হন। সেখান থেকেই তাকে একটি ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।
দৈনিকদেশজনতা/ আই সি