১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৪

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে। নিহতরা সবাই তেহরিক-ই-তালিবান (পাকিস্তান) জঙ্গি সংগঠনের সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের এক নিউজ ওয়েবসাইটের খবর অনুযায়ী, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংলগ্ন কুনার প্রদেশের সালটানে এই ড্রোন হামলা চালানো হয়। এই এলাকায় তেহরিক-ই-তালিবান জঙ্গি সংগঠনের একাধিক শিবির আছে। এই শিবিরে জঙ্গিদের প্রশিক্ষণ হয়। ড্রোন হামলায় শিবিরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শিবিরগুলো লক্ষ্য করে পরপর পাঁচটি মিসাইল ছাড়া হয়। সেই সময় জঙ্গিদের প্রশিক্ষণ চলছিল। এতে প্রশিক্ষকসহ ২০ জন জঙ্গি নিহত হয়েছে। খবরে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন তেহরিক-ই-তালিবান প্রধান ফাজালুল্লার ছেলে আবদুল্লা। এছাড়া জঙ্গি সংগঠনের একাধিক বড় শীর্ষ ব্যক্তিও মারা গেছেন। যদিও এই খবরের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। চলতি মাসে এই নিয়ে তেহরিক-ই-তালিবানের উপর দ্বিতীয় হামলা চালাল আমেরিকা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৮, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ