২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানমনস্ক লেখক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট  কর্নেল রাশেদুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওনাকে আজ (বুধবার) বিকেলে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওনার অবস্থা এখন ভালো। তবে তিনি আরো কয়েক দিন আমাদের তত্ত্বাবধানে থাকবেন।’

তাকে রিলিজ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘রিলিজ দেয়ার কোনো আলোচনা এখনো হয়নি। তিনি আরো কয়েক দিন আমাদের তত্ত্বাবধানেই থাকবেন।’

উল্লেখ্য, শনিবার বিকেল পাঁচটা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী যুবক ফয়জুল ইসলাম। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাত ১১টা ৫৮ মিনিটে সিএমএইচ ঢাকায় ভর্তি করে আইসিইউতে রাখা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৯:৪৮ অপরাহ্ণ