১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

সঞ্জয় দত্তের নামে সব সম্পত্তি লিখে দিলেন তার ভক্ত

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নামে এক ভক্ত তার সমস্ত সম্পত্তি উইল করে গেছেন। সঞ্জয়ের এই ভক্তের নাম নিশি ত্রিপাঠী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের মালাবার হিল এলাকার বাসিন্দা নিশি। দিন পনেরো আগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সম্প্রতি নিশির পরিবার পারিবারিক আইনজীবীর কাছে জানতে পারেন, নিশি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিয়ে গেছেন।

এমন ঘটনায় খুব অবাক হয়েছেন সঞ্জয় দত্ত। তিনি কখনো এই ভক্তের নামও শোনেননি। কোনো দিন তাদের দেখাও হয়নি। এ প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, ‘বিষয়টি শুনে আমি খুবই আশ্চর্য হয়েছি। তবে সম্পত্তির এক আনাও আমি নেব না।’

নিশির পরিবার জানিয়েছে, নিশি সঞ্জয়ের খুব ভক্ত ছিলেন। দেবতা জ্ঞানে তাকে পূজা করতেন। ঘরের চারিদিকের দেয়ালে সঞ্জয় দত্তের ছবি ঝুলিয়ে রাখতেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৯:৩৬ অপরাহ্ণ