অনলাইন ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভারতীয় ও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম আসাদউল্লাহ (২২)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকারদো গ্রামের জামাতউল্লাহর ছেলে।
আসাদের মামা সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সকালে রিয়াদের সানাইয়া এলাকায় তাদের ভাড়া বাসায় বিস্ফোরণের ওই ঘটনায় ঘটনাস্থলেই তার ভাগ্নের মৃত্যু হয়।
“আসাদ এসেছিল প্রায় চার বছর আগে। জেদিদ সানাইয়ায় একটা বৈদ্যুতিক কেবল কারখানায় কাজ করত। এবার ছুটিতে ওপর দেশে গিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিল।” ওই কারখানার কর্মী প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ বলেন, আসাদের লাশ রিয়াদের সিমুসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

