১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যান এলাকায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সিনিয়র নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার পাশাপাশি তিনি নৌকায় ভোট চাইবেন। এ ছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও তুলে ধরবেন তিনি।
এদিকে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি করছে।

১৯৭১ সালের ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে বাংলাদেশে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ