১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীতে ‘মাদকের আখঁড়া’নামে পরিচিত বরিশাল কলোনি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৭ মার্চ) ভোরে সদরঘাট থানার বরিশাল কলোনি ও পাশের আইস ফ্যাক্টরি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনি ও পাশের আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তারা ফেনী সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ফেনসিডিল চট্টগ্রামে বিক্রি করে’।

তিনি আরও বলেন, ‘অভিযানে দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৫৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৫ লাখ ৯১ হাজার টাকা’।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ