১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের আট জ্যেষ্ঠ নেতা কারা ফটকে পৌঁছেছেন। দুপুর আড়াইটার দিকে তারা রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান।
কারা ফটকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া বর্তমানে কারাগারে রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৩:৫০ অপরাহ্ণ