১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

ফেনীতে মাদকদ্রব্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক :

ফেনী শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ রায়হান আহম্মেদ ওরফে রিয়াদ (৩৮) ও রিপন হোসেন (১৮) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে শহরের ডাক্তার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে পশ্চিম ডাক্তার পাড়ার সওদাগর বাড়ির আবুল কাশেমের বাড়ি থেকে ১ হাজার ২২০ পিস ইয়াবা, ৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় হুইস্কি, ৩২ বোতল বিয়ার, ২০০ গ্রাম গাঁজাসহ নেশা জাতীয় দ্রব্য বানানোর কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় রায়হান আহম্মেদ ওরফে রিয়াদ ও রিপন নামে দুই মাদক বিক্রেতাকে।

অভিযানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানে আলম ও নেজারত ডেপুটি কালেক্টর সারওয়ার সালাম।

আরও উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক ইকবালুর রহমান ও অধিদপ্তরের অন্যান্য সদস্যরা। অভিযানে ব্যাটালিয়ান আনসারের সদস্যরা প্রশাসনকে সহায়তা করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ