২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৫

চুলের যত্নে লবণ

লাইফ স্টাইল ডেস্ক:

লবণ না থাকলে সেই খাবারের স্বাদই বোঝা যায় না। অন্য কোনও মশলা থাকুক বা না থাকুক, লবণ না থাকলে সেই খাবার খাওয়া আর না খাওয়া সমান। শুধু খাবার নয়, লবণে সোডিয়াম থাকায় বহু উপকারই পাওয়া যায়। কিন্তু হয়তো জানেন না, চুলের যত্নের ব্যাপারেও লবণের ভূমিকা রয়েছে। আপনার চুল যদি তৈলাক্ত হয়, তাহলে শ্যাম্পুতে ২-৩ চামচ লবণ মিশিয়ে নিন। দুই থেকে তিনবার লবণ মেশানো শ্যাম্পু ব্যবহার করলেই পাবেন মনের মতো ফল।

শুধু চুল নয়, ত্বকের জন্যও খুব ভাল এই লবণ। শুধু এক কাপ নারকেল তেলের মধ্যে ২ টেবিল চামচ নুন মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ত্বক মাসাজ করুন। দাঁতের পক্ষেও লবণ খুব উপকারী। লবণ দিয়ে দাঁত মাজলে বা লবণ পানি দিয়ে কুলকুচি করলে ব্যাপক উপকার পাওয়া যায়। মাথার যন্ত্রণা হলেও এক গ্লাস লবণ পানি খান। ১৫ মিনিটে ফল পেতে পারেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ