১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৩ জন সেনা সদস্য এবং ছয়জন বিমানের কর্মী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এএন-২৬ মডেলের একটি সামরিক উড়োজাহাজ দেশটির উপকূলবর্তী অঞ্চল লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি হামেয়মিমে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, বিমানটিতে ৩৩ জন সেনা সদস্য এবং ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন। নিহতেদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছে রাশিয়া। সিরিয়া সরকারের পক্ষে সেদেশে অভিযান চালাচ্ছে রাশিয়া। আর সিরিয়ার হেমেইমিম ঘাঁটিটি সেখানে অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছে তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ১০:৩১ পূর্বাহ্ণ