২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

নিজেই তৈরি করুন চিজ বার্গার

লাইফ স্টাইল ডেস্ক:

ফাস্টফুড কমবেশি সবাই পছন্দ করেন। এই তালিকায় যদি থাকে চিজ বার্গার তাহলে তো কথাই নেই। রেস্টুরেন্টের এই খাবারটি আপনি তৈরি করতে পারেন বাড়িতেই। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ:

প্যাটি বানানোর জন্য-

মাংসের কিমা ৫০০ গ্রাম

গোলমরিচের গুঁড়া ২ চা চামচ

লবণ ১ চা চামচ

তেল ১ চা চামচ

বার্গারের জন্য-

বার্গার বান ৪টি (মাঝখান থেকে ২ ভাগ করা)

মেয়নিজ

বার্গার চিজ ৪টি

পছন্দ করলে ৮টি

লেটুসপাতা বড় করে কাটা

টমেটো মোটা কুচি কয়েকটি

পেঁয়াজ মোটা কুঁচি কয়েকটি

সরিষা বাটা ২ চা-চামচ

প্রস্তুত প্রণালি:

প্যাটির সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন। ৪ ভাগে ভাগ করুন। গোল গোল প্যাটি বানিয়ে অল্প তেল দিয়ে দুইদিকে ভালোভাবে ভেজে নিন। চাইলে গ্রিল করে নিতে পারেন।

এবার বার্গার বানের নিচের বানে আগে অল্প সরিষা বাটা দিন। তারপর লেটুস পাতা দিয়ে একটি প্যাটি দিন। এর উপর মেয়নিজ দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিও দিন। চিজ দিন। চিজ বেশি পছন্দ করলে একেবারে নিচেও আরেকটা দিতে পারেন। উপরের বানটা দিয়ে দিন। হয়ে গেল মজাদার বার্গার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৭, ২০১৮ ৯:৪৫ পূর্বাহ্ণ