চট্টগ্রাম প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি মাছবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে।
সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান রাইজিংবিডিকে জানান, ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ বাইতুশ শরফ ইউসিবিএল ব্যাংকের নিচে জিলানী মার্কেটের সামনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মাছবাহী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. কামরুল ইসলাম (২১), আলাউদ্দিন (১৯) ও ট্রাক ড্রাইভার আবু তাহের (৩২)।
গ্রেপ্তারকৃত সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর