১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

বাগেরহাটে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলায় জাহিদ হাসান (২৬) নামে এক বিদেশি সিগারেট পাচারকারীকে আটক করেছে  কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টিম মোংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত জাহিদ হাসান খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মো. রফিকুল গলদারের ছেলে।

মোংলা কোস্টগার্ডের লেফট্যানেন্ট এম এ সেলিম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৪ হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

তিনি আরও জানান, জাহিদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইভাবে বিভিন্ন এলাকায় বিদেশি সিগারেট সরবরাহ করে আসছি। তার বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মালামাল ও পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৮:৫০ অপরাহ্ণ