২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

দিন শেষে সূচক ও লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক: 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক বিক্রয় চাপে কমেছিল সূচক ও লেনদেন। কিন্তু মঙ্গলবার দিনশেষে আবারো ঘুরে দাঁড়িয়েছে সূচক ও লেনদেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের লেনদেন মন্দা অব্যাহত থাকায় সামান্য লাভেই শেয়ার বিক্রি করে দিচ্ছে বিনিয়োগকারীরা। তাই গতকার্যদিবসে বিক্রয় চাপে কারেকশন (মূল্য সংশোধন) হয়েছে পুঁজিবাজারে।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১২.৪৭ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইতে ৪২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ২৪.৯৪ পয়েন্ট বেড়েছে। এসময় সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ১১৬টির ও দর অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৯ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইতে ৪২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে ৩৮৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ১২.৪৭ পয়েন্ট বেড়ে ৫৮৪৭.৮১ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ৭.৩৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ৩.৫০ পয়েন্ট।

সূচকের উত্থানে দিনশেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক। কোম্পানিটির ১১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারের দ্বিতীয় অবস্থানে ছিল সিভিও পেট্রো কেমিক্যাল, কোম্পানিটির ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে ছিল ইবনে সিনা। এছাড়াও টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, নাহি অ্যালমুনিয়াম, গ্রামীণফোন, এপেক্স ফুড, স্কয়ার ফার্মা ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সাধারণ মূল্য সূচক সিএসইক্স বেড়েছে ২৪.৯৪ পয়েন্ট। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৭:০০ অপরাহ্ণ