১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

ফতুল্লায় টানা চার বলে চার উইকেট মাশরাফির

স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে যেন অবিশ্বাস্য মাশরাফি বিন মর্তুজা। অগ্রণী ব্যাংকের বিপক্ষে আবাহনীর হয়ে পরপর চার বলে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ বিরল এই কীর্তি গড়েন তিনি।
আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯০ রান তুলেছিল আবাহনী। জবাবে জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অগ্রণী ব্যাংকের। সেই ওভার করতে এসে মাশরাফি প্রথম বলে দেন এক রান। এরপর টানা চার বলে ধীমান ঘোষ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বিকে ফেরান সাজঘরে। মাশরাফির এই বিধ্বংসী বোলিংয়ে ২৭৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।
আন্তর্জাতিক ক্রিকেটেও চার বলে চার উইকেট নেয়ার রেকর্ড আছে। লাসিথ মালিঙ্গা ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটসম্যানকে পরপর চার বলে আউট করেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ