নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় রিকশার গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ওই রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্যারেজ মালিক ও অপর একজনকে র্যাব আটক করেছে।
সোমবার বিকেলে র্যাব-৭ কক্সবাজারের এএসপি সাহেদা সোলতানা ও শাহ আলমের নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার কাদেরের রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র জব্দ ও দুইজনকে আটক করা হয়।
রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৭ কক্সবাজারের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১১টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় গ্যারেজের মালিকসহ তার সহযোহগীকে আটক করা হয়।
তিনি আরও জানান, তারা গ্যারেজের আড়ালে এখানে অস্ত্র বানাতো এবং সেসব অবৈধ অস্ত্র জেলার অপরাধ প্রবণ এলাকা মহেশখালী, চকরিয়া, কুতুবিদয়াসহ বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে সরবরাহ করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, আটক দুজন সব ধরণের অপরাধের সঙ্গে জড়িত। তারা টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ চৌধুরীর ঘনিষ্টজন হিসেবে পরিচিত। গত ২২ ফেব্রুয়ারি তাদের অপর সহযোগী জমির হোসেনকে দেশীয় তৈরি বন্দুক ও তাজা কার্তুজসহ গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ।
দৈনিক দেশজনতা/এন এইচ