১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৬৫ ডলার ছুঁয়েছে। তবে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়াবে; ফলে সামগ্রিকভাবে জ্বালানি তেলের বাজার নিম্নমুখীই থাকবে। খবর রয়টার্স

সোমবার আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অশোধিত ব্রেন্ট তেলের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৬৪.৭৩ ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয় ৬১.৬৭ ডলার।

তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা এবং নরওয়ে থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়বে। ২০২০ সাল নাগাদ এ তেল বিশ্ব চাহিদাকে ছাড়িয়ে যাবে। এতে করে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে প্রবৃদ্ধি হবে ১.১ শতাংশ করে। এ ক্ষেত্রে ওপেক তাদের উৎপাদন বাড়াতে ব্যর্থ হবে।

উল্লেখ্য বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতিদিন ১০.৬০ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল উৎপাদন করছে। যা বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের চেয়েও বেশি। সৌদি আরব বর্তমানে দৈনিক ১০.২৮ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৩:৩৩ অপরাহ্ণ