১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

সিলেটে সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাশুক মিয়া ও বাবুল মিয়া। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতরা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরইকান্দির ৩ ও ৭ সড়কের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সংঘর্ষ ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের জের ধরে রাতেই এলাকায় সংঘর্ষ বাধে। পরে রাতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ফের দু’পক্ষের সংঘর্ষ বাধে। এসময় ২জন নিহত হন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ