১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বিএনপির মানববন্ধনে অভাবনীয় সংখ্যক জনতার ঢল- ব্যাপক বিক্ষোভ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে জনতার অভাবনীয় ঢল নেমেছিল। মুহুর্মুহু তুমুল স্লোগানে স্লোগানে প্রদর্শিত হয় ব্যাপক বিক্ষোভ। বিএনপির এ কর্মসূচি বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নেতাকর্মী-সমর্থকের ভরে উঠে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা।

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি।

গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পেয়ে ২৪ ফেব্রুয়ারি কালোপাতাকা প্রদর্শণে পুলিশ বাধা দিলেও মানববন্ধনের এই কর্মসূচিতে কোনো বাধা দেয়নি পুলিশ। তবে ওই এলাকা ও তার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে রেখেছিল। এ সময় নেতা-কর্মীরা নানা স্লোগান দেয়। এর মধ্যে ছিল, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব, আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না।’ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার পাশাপাশি সারা দেশেও একই ধরণের কর্মসূচি পালন করেছে বিএনপির।

জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তার ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে দশ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পরদিন থেকে নেত্রীর মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারিতেও জাতীয় প্রেসক্লাবের সামনে এ রকমই মানববন্ধন করে বিএনপি। রাজপথের কর্মসূচির পাশাপাশি রায়ের বিরুদ্ধেও উচ্চ আদালতে আপিলও করেছে বিএনপি। গত ২২ ফেব্রুয়ারি এই আপিল গৃহীত হয়েছে। তবে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আটকে আছে। ৭ মার্চের মধ্যে এই মামলার নথি বিচারিক আদালত থেকে উচ্চ আদালতে এলে শুনানির পর জামিন বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট।
মানববন্ধনে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহম্মদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টারা ছিলেন আতাউর রহমান ঢালী, জয়নুল আবেদীন ফারুক, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ। এছাড়াও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী- সমর্থকরাও উপস্থিত ছিলেন মানববন্ধন কর্মসূচিতে।

এ ছাড়াও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ২:০৩ অপরাহ্ণ