স্পোর্টস ডেস্ক:
গত বিশ্বকাপের সেমিফাইনাল, আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটা ততক্ষণে গড়িয়ে গেছে ট্রাইব্রেকারে। বছর চারেক আগের সেই ম্যাচে দলের হয়ে তৃতীয় পেনাল্টিটা নিতে গিয়েছিলেন ওয়েসলি স্নাইডার। কিন্তু তাঁর শট সেদিন আটকে দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। অবশ্য আন্তর্জাতিক ফুটবলে ডাচদের কমলা রঙয়ের জার্সিটা গায়ে চাপিয়ে স্নাইডারকে দেখা যাবেনা পেনাল্টি নিতে। এই মিডফিল্ডারের দেখা মিলবেনা নেদারল্যান্ডসের মাঝমাঠে। বিদায়ের ঘোষণা জানিয়ে দিয়েছেন এই দক্ষ মিডফিল্ডার।
গত বছরের জুনেই ডাচদের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার রেকর্ড গড়েছিলেন স্নাইডার। এক বছর না গড়াতেই দলে নতুনদের সুযোগ দিতে ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার সরে দাঁড়ালেন জাতীয় দল থেকে। নতুন কোচ হিসেবে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডস দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনাল্ড কোম্যান। আর তাঁর সঙ্গে আলোচনায় বসে অবসরের সিদ্ধান্তটা নিয়েছেন স্নাইডার।
২০১০ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস দলের উল্লেখযোগ্য একজন ছিলেন স্নাইডার। কোচের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রেখে এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘কোম্যান নতুনদের নিয়ে নতুন একটা শুরু করতে চান আমি সেটা বুঝতে পারছি। তাঁর সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।’ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেলেও স্নাইডার ভোলেননি কৃতজ্ঞতা প্রকাশ করতে। ডাচদের জার্সিতে মাঠে নামতে পেরে তিনি গর্বিত এমনটা উল্লেখ করে টুইট বার্তা দিয়েছেন এই মিডফিল্ডার।
২০০৩ সালে নেদারল্যান্ডসের জার্সিতে প্রথমবারের মত মাঠে নেমেছিলেন স্নাইডার। ভ্যান ডার সারের গড়া কমলা জার্সিতে ১৩০ ম্যাচ খেলার রেকর্ড ভেঙ্গে দিয়ে ১৩৩ ম্যাচে ডাচদের হয়ে মাঠে নেমেছেন এই সাবেক ইন্টার তারকা। খেলোয়াড় হিসেবে অবসরে গেলেও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য কোচ হিসেবে পেতে চাইছে স্নাইডারকে।
দৈনিকদেশজনতা/ আই সি