আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরীর উপকণ্ঠে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছে। হামলাকারী সাইকেলে করে এসে এ হামলা চালায়। বেসরকারি মিলিশিয়া একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বোকো হারাম গ্রুপকে দমনে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্য মুসা আরি জানান, নগরীর মুনা দালতি এলাকায় এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছে। তিনি আরো জানান, স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। তিনি জানান, এটি যে বোকো হারাম গ্রুপের সন্ত্রাসী কাজ এতে কোন সন্দেহ নেই। অপর মিলিনশিয়া নেতা ইবরাহীম লিমান জানান, হামলাকারী একদল লোকের পাশ দিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি