১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

নিদাহাস ট্রফির পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক:

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির আয়োজন করেছে শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিন মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও হট ফেবারিট ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশও।

গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে তিনটি দলই তাদের নিয়মিত অধিনায়ক ছাড়া খেলবে। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চোটের কারণে দলের বাইরে। তাই তিন দলের ভারপ্রাপ্ত অধিনায়করাই নেতৃত্ব দেবেন এই সিরিজ। টানা সিরিজের ধকল কাটাতেই মূলত নিদাহাস ট্রফিতে বলতে গেলে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, জাসপ্রীত বুমরাহদের বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে রোহিত শর্মা ভারতকে নেতৃত্ব দেবেন।

দুই ফেবারিট ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলেও বাংলাদেশ এই সিরিজে প্রথম ম্যাচ খেলবে আগামী ৮ মার্চ। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ মার্চ টাইগাররা নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে। আর ১৬ মার্চ লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দশ ম্যাচে জয় পেয়েছে ভারত। বাকি চারটিতে জয় শ্রীলঙ্কার। ভারতের বিপক্ষে শেষ সাতটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। ভারত আছে র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে, শ্রীলঙ্কা অষ্টম স্থানে।

আগের পরিসংখ্যান ছাড়াও বর্তমান পারফরম্যান্সের বিবেচনায় এই টুর্নামেন্টে ভারতকেই ফেবারিট বলে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংকে। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালে দেখবেন ভারত সবার ওপরে। তারা সব সময় অন্যদের চেয়ে এগিয়ে থেকে শুরু করে। ভারতের হয়ে যারাই খেলুক না কেন, তারা এখনো খুবই শক্তিশালী দল।’

১৮ মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ