স্পোর্টস ডেস্ক:
ম্যাচের শুরুতেই দুই গোল হজমের পর শেষ মুহুর্তের নাটকীয়তায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইয়ের এই ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানইউ জয় পেয়ছে ৩-২ ব্যবধানে। প্রতিপক্ষের মাঠ শেলহার্টস স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই প্রথম গোল হজম করে ম্যানইউ। এসময় ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন টাউনসেন্ড। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিশ্রামে যায় হোসে মরিনহোর ম্যানইউ।
বিশ্রাম শেষে মাঠে ফিরেই দ্বিতীয় গোল হজম করে ম্যানইউ। এ সময় স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল পান ফন অ্যানহোল্ট। ম্যাচের ৪৮ মিনিটে এ গোলের পর হুশ ফিরে রেড ডেভিলস শিবিরে। আক্রমণে গতি বাড়িয়ে ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোলের শোধ দেন ম্যানইউর ক্রিস স্মলিং। ম্যাচের ৭৬ মিনিটে সফরকারী ম্যানইউকে সমতায় ফেরান চলতি মৌসুম দারুণ ফর্মে থাকা রোমেলু লুকাকু। গত ডিসেম্বরের পর থেকে লিগে ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল পেলেন লুকাকু।
এক সময় মনে হচ্ছিল ২-২ গোলে সমতা থেকে শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের যোগ হওয়া সময়ের প্রথম মিনিটে নেমেঞ্জা মাতিচ গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ম্যানইউ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এ জয়ের ফলে ২৯ ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর পয়েন্ট ৬২। সমান ম্যাচে তাদের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
দৈনিকদেশজনতা/ আই সি