২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

ডি মারিয়ার দিকে পিএসজি

স্পোর্টস ডেস্ক:

সাধের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে কাঁড়ি কাঁড়ি ইউরো খরচ করে দল গড়েছিল পিএসজি। স্বপ্ন ছোঁয়ার পথে বেশ এগিয়েও যাচ্ছিল প্যারিসের দলটি। কিন্তু হঠাৎই ছন্দপতন! পথ হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয় দ্য পারিসিয়ানরা। ফিরতি লেগে লস ব্লাঙ্কোজদের বড় ব্যবধানে হারিয়ে তার বদলা নিতে চায় তারা। তা নেইমারহীন পিএসজির পক্ষে সেটি বাস্তবায়ন করা কতটা সম্ভব? এ নিয়ে বিচার বিশ্লেষণের প্রয়াস চালানো হলো-

পিএসজি-রিয়াল মহারণ শুরু হবে আজ রাত পৌনে ২টায়। পার্ক দেস প্রিন্সেস থেকে তা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২। তা এ মহারণে জিততে গেলে কী করতে হবে পিএসজিকে? বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে যখন টগবগ করে ফুটছে রিয়াল। এক্ষেত্রে ঘরের মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে এডিনসন কাভানি ও কিলিয়ন এমবাপ্পেকে। তবে সবার চোখ থাকছে অ্যাঞ্জেল ডি মারিয়ার ওপর। চোটে পড়ে ছিটকে গেছেন নেইমার। তার জায়গায় খেলবেন তিনি। আগুনে ফর্মেও আছেন এ আর্জেন্টাইন ফুটবলার। অঘটন ঘটিয়ে জয় ছিনিয়ে নিতে তাকেই মূলত গুরুদায়িত্ব পালন করতে হবে।

মারিয়াতেই ভরসা রাখছেন পিএসজি কোচ উনাই এমেরি, চলতি মৌসুমে এটা আমাদের সেরা ম্যাচ। জানি, দুর্দান্ত জয় তুলে নিতে চাইবে রিয়াল। তবে আমাদের টার্গেট তাদের চেয়ে ভালো খেলে পরের রাউন্ডে যাওয়া। এ জন্য বিশেষ দায়িত্ব নিতে হবে ডি মারিয়াকে। তিনি জানান, দলের স্বার্থেই ডি মারিয়াকে শুরুর একাদশে নিয়মিত খেলানো যায় না। তবে এটি তার অনন্য সুযোগ। আশা করি, প্রাপ্ত সুযোগ সে কাজে লাগাতে সক্ষম হবে। তার দক্ষতা, নৈপুণ্য নিয়ে কোনো প্রশ্ন নেই!

পিএসজি কোচ মনে করেন, দলে গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া না গেলে অন্যের দরজা খুলে যায়। হৃদয় দিয়েই ম্যাচটা খেলবে ছেলেরা। ডিফেন্ডার বলেন বা গোলরক্ষক-সবাই সেরাটা দিতে মুখিয়ে থাকবে। একটা সময় রিয়ালের হয়ে মাঠ মাতিয়েছেন ডি মারিয়া। সেই তিনিই আজ তাদের নাচানোর দায়িত্বে। নিজের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতেও বদ্ধপরিকর এ উইঙ্গার, রিয়াল আমার অতীত অধ্যায়। পিএসজি বর্তমান। এর জার্সি গায়ে মাঠে নামলে সেরাটাই দেয়ার চেষ্টা করি। এ ম্যাচেই এর ব্যত্যয় ঘটবে না।

তবে তিনিও মানছেন জিততে হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের চেয়ে বেশি দিতে হবে তাদের। পিএসজি সমর্থকদের জন্য সুখবর, নেইমার বাদে চোটে নেই দলের আর কোনও ফুটবলার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১০:২৭ পূর্বাহ্ণ