দেশজনতা ডেস্ক:
আমেরিকার তৃতীয় বৃহত্তম শহর শিকাগো শহরের সর্বোচ্চ ভবন ১১০তলা ‘উইলিস টাওয়ার’। ১৯৭৪ সালে নির্মিত এ টাওয়ারটির সাথে জড়িয়ে আছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তথা পৃথিবীর গগনস্পর্শী স্থাপনা শিল্পের পথিকৃৎ কীর্তিমান বাংলাদেশী ড. ফজলুর রহমান খানের নাম।
ড. এফ আর খান নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, লি হাই বিশ্ববিদ্যালয় ও সুইস ফেডারেল টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে তাকে স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়। ফজলুর রহমান খানকে নিয়ে গুগল তার ৮৮তম জন্মদিনে ডুডল প্রকাশ করে।এফ আর খান মুসলিম স্থাপত্য বিষয়ের ওপর নানা ধরনের গবেষণা করেছেন। ড. খান টিউব ইন টিউব নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশত তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব। গগনচুম্বী ভবনের ওপর সাত খণ্ডে প্রকাশিত একটি বই তিনি সম্পাদনা করেন। এই বইটি এখনো স্থাপত্য শিল্পের পথিকৃত।
দৈনিক দেশজনতা/এন এইচ