২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৯ জনের কারাদন্ড

গাজীপুর  প্রতিনিধি:

গাজীপুরের শালবনে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তরুণ-তরুণীসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ শনিবার রাতে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে হোটেলটি সিল করা হয়।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম কুদরত-এ-খুদা জানান, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শালবনে বন্ধু আবাসিক হোটেলে শনিবার সন্ধ্যায় অভিযান চালায় জেলার ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়া ও জুবের আলম ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই হোটেল থেকে ৯জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের হাজির করা হয়। আদালত এ সময় সরকারী আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকান্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটককৃত ৮ জনের প্রত্যেককে ৭দিন করে এবং এক নারীকে একদিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযানের খবর জানতে পেরে হোটেলের অন্য কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৯:২৯ অপরাহ্ণ