২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৫

গাজীপুরে ৮ ছিনতাইকারী আটক

গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে আট ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

৪ মার্চ রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে থাকা পাঁচটি দেশীয় চাকু, দুটি নিক্স মলমের কৌটা ও ছিনতাই করা নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

৫ মার্চ সোমবার বেলা ১১টার দিকে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ আব্দুস ছালাম এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত আনোয়ার মোল্লা ছেলে মোঃ খোকন মোল্লা (৩৩), টাঙ্গাইলের ভূঞাপুর থানার সানেক বয়ড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ বাবুল (২৪), শেরপুরের শ্রীবর্দী থানার চকনন্দী মিয়াপাড়া এলাকার ইসমাইলের ছেলে মোঃ আল আমিন (১৮), একই জেলার নকলা থানার দীত্তাগড়ী এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ মাসুদ (১৯), পটুয়াখালীর বাউফল থানার কালীরশরী এলাকার আবুল কালামের ছেলে মোঃ মিলন (২০), গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার চান্দনা এলাকার মোঃ কামাল শেখের ছেলে মোঃ জিহাদুল ইসলাম রাহাদ (২০), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ শরীফ (১৮) এবং ময়মনসিংহের মুক্তাগাছা থাকার গয়েশপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ আজিজুল (২৮)।

সাংবাদিক সম্মেলনে জনানো হয়, গাজীপুরের স্পেশালাইজড কোম্পাানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর চান্দনা চৌরাস্তায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান করছে। পরে র‌্যাব ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় ভিকটিম মোঃ আনোয়ার হোসেনের কাছ থেকে ছিনতাই করার সময় আটজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা পাঁচটি দেশীয় চাকু, দুটি নিক্স মলমের কৌটা ও ছিনতাই করা নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ চান্দনা চৌরাস্তায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মোবাইল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ইত্যাদি ছিনতাই করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ