১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

বেগম খালেদা জিয়ার সাক্ষাত পেলেন না খেলোয়ার ও নারী নেত্রীরা

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিওে গেলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়। ফিওে গেছেন কেরানীগঞ্জ মহিলা দলের সভাপতি নুরুন নাহারসহ কয়েকজন নারী নেত্রী।
সোমবার দুপুর পৌনে ১টায় নাজিমুদ্দিন রোডের কারাফটকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তারা। কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ফিরে যান তারা।
খেলোয়াড়দের মধ্যে ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, হকি ন্যাশনালের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মনু, জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ পারভেজ, লিটন খান, এনামুল হক ও সাবেক হকি লীগের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ মোজাম্মেল হকসহ অনেকে।
একই সময় খালেদা জিয়ার জন্য ফলের ঝুড়ি হাতে দেখা করতে গিয়ে ফিরে গেছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি নুরুন নাহার, সেক্রেটারি রুখসানা খাতুন, সদস্য পারভীন আক্তার, শারমিন আক্তারসহ অনেকে। এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান মহিলা দলের সভাপতি নুরুন নাহার।
জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন খালেদা জিয়া। ইতোমধ্যে ২৬ দিন পেরিয়ে গেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও আইনজীবীরা ফলমূলসহ নানান খাদ্য উপকরণ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসছেন। তবে কয়েকজন আইনজীবী ও পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ এখনো তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।
অন্যদিকে দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগাওে ঢোকার অনুমতি চেয়ে আবেদন করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অনুমতি না পেয়ে তারাও ফিরে গেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৪:২৯ অপরাহ্ণ