১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

বিমানবন্দর সড়কে উল্টে যায় জ্বালানি তেলের ট্যাংক

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল ট্যাংকারটিতে। খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল এটি। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি। মেঘনা পেট্রোলিয়ামের এই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই রাস্তায় গড়িয়ে পড়ে।আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতি রোধকের সামনে আসার পর ট্রাকের বাম দিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের উপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।
বিমানবন্দর এলাকার ট্রাফিক পরিদর্শক আবদুল আলীম চৌধুরী গণমাধ্যমকে বলেন, পুলিশের রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ৪:৩৪ অপরাহ্ণ