২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২৯

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. জাফর ইকবালকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পৌঁছান তিনি।
শনিবার বিকেলে ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করেন এক যুবক। এতে অধ্যাপক জাফর ইকবালের প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার পর জাফর ইকবালকে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৫, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ