নিজস্ব প্রতিবেদক:
রোজায় বেগুনের চাহিদা থাকে তুঙ্গে। আর বাড়ে দাম। শনি বা রবিবার থেকে শুরু হবে রোজা-এই যখন অপেক্ষা তখন সবজিটির দাম দুই দিনেই বেড়ে হয়েছে দ্বিগুণ। শুক্রবারের বাজারে ভাল মানের বেগুনের দাম ৮০ টাকা। এত বেশি কেন-এমন প্রশ্নে বিক্রেতার সহাস্য জবাব- রোজায় কেজি প্রতি ১০০ টাকা ছাড়াবে দাম।
স্বাস্থ্যকর না হলেও রোজায় বেগুনি দিয়ে ছোলা, বুট, মুড়ি, আর পেঁয়াজু মিশিয়ে খাওয়ার চল আছে বাংলাদেশে। এর মধ্যে প্রতি বছর সবচেয়ে বেশি আলোচনা হয় বেগুন নিয়েই।
গত সপ্তাহেই লম্বা বেগুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা করে। তিন দিন আগেও দরদাম করে ৩৫ থেকে ৪০ টাকায় এক কেজি পাওয়া গেছে। সেখান থেকে দামে এক লাফ দিয়েছে সবজিটি।
শুক্রবার হাতিরপুল বাজারঘুরে দেখা যায় লম্বা ও গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। ফুটপাতে যারা বিক্রি করছে তারা দাম রাখছে ৬০টাকা আর বাজারে যারা দোকান নিয়ে বিক্রি করছে তারা দাম রাখছে ৮০ টাকা।
হাতিরপুল বাজার ও পরিবাগের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানে নিম্নমানর বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। তবে এসব বেগুনে পোকা আছে। হাতিরপুল বাজারের বিক্রেতা সাইফুল বলেন, ‘রোজা আইলেই বেগুন কিনতে চায় মানুষ। আমাদেরও লাভ হয় অনেক।’
দাম বেড়েছে বলে চাহিদা কমবে কোথায়, আরও বেড়ে গেছে বলে জানান এই বিক্রেতা। তিনি বলেন, ‘দাম বেশি হলেও ক্রেতারা কিনে বেশি। আজকে ২০ কেজি বেগুন আনছি ১২টার আগেই সব শেষ। অন্য সময় সারাদিনেও ২০ কেজি বেচতারি না।’
রোজার আগেই এত দাম, কাল পরশু কী হবে? সাইফুলের সহাস্য জবাব, ‘দুই দিন পরেই ১০০ টাকায় কিনব মানুষ।’
হাতিরপুল বাজারে বেগুন কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘দাম বাড়লে কী করব? বেগুনি তো খেতে হবে। তাই দাম বেশি হলেও এক কেজি কিনলাম।’
তবে বাজারে আসা একজন বেসরকারি চাকরিজীবী বলেন, ‘আমি আগামী ২০ দিনেও আমি বেগুন কিনব না। দাম বাড়ুক। বেগুনি খেতেই হবে কেন। এভাবে কোনো একটা পণ্যের প্রতি হামলে পড়লে দাম বাড়বে না তো কি?’।
দৈনিক দেশজনতা/ এমএইচ