১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

টানা ৪১ দিনের ছুটিতে জাবি

নিজস্ব প্রতিবেদক:

রমজান, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে ৪১ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ থেকে শুরু হওয়া ছুটি চলবে ৬ জুলাই পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যেসব বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে সেসব পরীক্ষা যথাসময়ে চলবে এবং কোনও বিভাগ চাইলে ছুটির মধ্যে যেকোনো বর্ষের পরীক্ষা নিতে পারবে।

এছাড়া ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মোহাম্মদ আলী আরও জানান, ৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৯ জুলাই থেকে শুরু হবে এবং যথানিয়মে সকল কার্যক্রম চলতে থাকবে। তবে ঈদের সময় আবাসিক হল বন্ধ থাকবে কি না তা নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ