নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী অধ্যাপক। আজ রোববার দুপুর বারোটার দিকে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাক্ষাতের জন্য যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদে বিশ্বাসী নারী অধ্যাপকদের একটি প্রতিনিধি দল। তারা কিছু ফলমূল ও শুকনা খাবার সঙ্গে নিয়ে কারাফটকের সামনে অবস্থান নেন।
২৫ জন শিক্ষকের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক নাসরীন, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, অধ্যাপক সাবরিনা, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক সালমা বেগম ছাড়াও ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।
পরে কর্তব্যরত পুলিশ তাদেরকে থামিয়ে দিয়ে জানতে চান অনুমতি নিয়েছেন কিনা? শিকক্ষকেরা বলেন যে অনুমতি নেননি। পরে তাদের মধ্যে দুইজন অধ্যাপক আইজি প্রিজনের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে একটি দরখাস্ত দেন।কিন্তু তাদেরকে দেখা করার অনুমতি দেয়া হয়নি। ফলে তারা ফিরে যান।
দৈনিকদেশজনতা/ এফ আর