২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫১

মিষ্টি কুমড়ার ফুলের চপ

লাইফ স্টাইল ডেস্ক:

প্রিয়জনদের জন্য বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে নারীরা বিভিন্ন ধরণের চপ তৈরি করেন। রান্না প্রিয় নারীদের জন্য রইল মিষ্টি কুমড়ার ফুলের চপের রেসিপি।

যা যা লাগবে:

মিষ্টি কুমড়ার ফুল ২৫ টি, বেসন ১ কাপ, ময়দা ১/৪ কাপ, চালের গুঁড়া ১/৩ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, বাটা কাঁচামরিচ ১ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল ভাজার জন্য পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন:

১. প্রথমেই মিষ্টি কুমড়ার ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। এমন একটি পাত্রে রাখুন যেন ফুল থেকে পানি ভালো করে ঝরিয়ে নেয়া যায়।

২. এরপর একটি পাত্রে বেসন, চালের গুড়া, ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিন। তাতে পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, ধনেপাতা কুঁচি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একে একে সব উপাদানগুলো দিন। তাতে পরিমাণ মতো পানি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ১০ মিনিটের জন্য পেস্টটি রেখে দিন।

৩. সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসান। তেল গরম হয়ে এলে কুমড়া ফুল পেস্ট দিয়ে ভালো মতো কাভার করে তেলে ভেজে নিন।

৪. সবশেষে সসসহ গরম গরম পরিবেশন করুন মিষ্টি কুমড়ার ফুলের চপ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ