নিজস্ব প্রতিবেদক:
সাভারের নামোগেন্ডার জঙ্গি আস্তানায় পৌঁছেছে বোম্ব ডিসপোসাল ইউনিট। শনিবার সকাল সাড়ে দশটার দিকে তারা পৌঁছে। ওই বাড়িতে যেকোনো সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে ঘিরে রাখা এ জঙ্গি আস্তানা থেকে একজন নারীকে আটক করা হয়েছে। এ সময় দু’শিশুকেও উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার জ্যৈষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫ তলা ভবন থেকে একজন নারীকে আটক ও দু’শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে দু’জঙ্গি জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে বলে দাবি করেছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরো জানান, আটক নারীর তথ্যানুযায়ী ওই বাড়ির প্রায় ২শ’ গজ দূরে থাকা আরেকটি বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে জানা গেছে।
গেলো বছর গুলশানে জঙ্গি হামলার পর সারাদেশের বিভিন্ন স্থানেই জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে প্রায় ৭০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছেন। পুলিশের বিশেষ টিম কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গিবিরোধী অভিযান সমন্বয় করে থাকে।
দৈনিক দেশজনতা/ এমএইচ