১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

নিদাহাস ট্রফির সময়সূচি

স্পোর্টস ডেস্ক:

দুয়ারে কড়া নাড়ছে নিদাহাস ট্রফি। আগামী ৬ মার্চ শ্রীলংকায় গড়াচ্ছে তিনজাতি এ টি-টোয়েন্টি সিরিজ। এতে অংশ নিতে আজ রোববার বিমানে উঠছেন টাইগাররা। সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। সঠিক নির্দেশনার অভাবে ভুগছে টাইগাররা। এ ছাড়া দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর কড়া মাশুল গুনতে হচ্ছে টিমকে।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও ভরাডুবি ঘটেছে। তবু আশায় বুক বাঁধছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সাফল্য পেতে দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে কোর্টনি ওয়ালশের হাতে। ক্রিকেটারদের মনোবল বাড়াতে এবং নৈপুণ্যে ধারাবাহিকতা আনতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। হোম সিরিজের মতোই এ সিরিজে টিমকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলংকা। এ সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক ও ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। রেস্টে আছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি, পেসার জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারও। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার দলে দেখা যাবে একঝাঁক ভারতীয় তরুণ প্রতিভাবানদের।

শ্রীলংকার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে স্বাগতিক দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসেলা গুনারত্নে। বাংলাদেশ সফরের মতো এ সিরিজেও লংকানদের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল।

গোটা টুর্নামেন্টে ম্যাচ হবে ৭টি। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ১৮ মার্চ ফাইনাল দিয়ে এর পর্দা নামবে। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। গড়াবেও একই সময়ে।

নিদাহাস ট্রফির সময়সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
৬ মার্চ ২০১৮, মঙ্গলবার শ্রীলংকা বনাম ভারত সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৮ মার্চ ২০১৮, বৃহস্পতিবার বাংলাদেশ বনাম ভারত সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১০ মার্চ ২০১৮, শনিবার শ্রীলংকা বনাম বাংলাদেশ সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১২ মার্চ ২০১৮, সোমবার শ্রীলংকা বনাম ভারত সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৪ মার্চ ২০১৮, বুধবার বাংলাদেশ বনাম ভারত সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৬ মার্চ ২০১৮,শুক্রবার শ্রীলংকা বনাম বাংলাদেশ সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৮ মার্চ ২০১৮, রোববার ফাইনাল সন্ধ্যা ৭:৩০ মিনিট প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

 


প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ