১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

জাফর ইকবালকে ছুরিকাঘাত, ওসমানী মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ডা. জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন।

মুক্তিমঞ্চে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাফর ইকবাল। এ সময় পেছন থেকে ছাত্র এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঢলে পড়েন বিশিষ্ট এই কথা সাহিত্যিক। তবে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে যান। একই সাথে ছুরিকাঘাতকারী শিক্ষার্থীকেও আটক করে বিশ্ববিাদ্যালয়ের এক কক্ষে আটকে রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

তবে এর একদিন আগে শুক্রবার ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে তিনি নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি র‌্যাগিংয়ের নামে নবীন শিক্ষার্থীদের নির্যাতনের জন্য জাতির কাছে শিক্ষক হিসেবে নিজে ক্ষমা প্রার্থণা করেন। সেই সাথে বলেন, যারা এ কাজ করেছে, উচিৎ ছিল তাদেরকে পুলিশে দেয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ