১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। আহতদের স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৭ মে) সকাল ৬টার দিকে উপজেলার রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাস সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে দু’জন মারা যান। এ সময় আহত হন অন্তত ২১ জন। আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অপরদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় এলাকায় গরুবোঝাই ও সিমেন্টবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় কিছু জানা যায়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার জানান, শুক্রবার রাত ২টার দিকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও রংপুরগামী সিমেন্টবোঝাই দুই ট্রাক ফাঁসিতলায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। সংঘর্ষে আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ