২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩১

দশ বছরের শিশুর ওজন ১৯২ কেজি

আন্তর্জাতিক ডেস্ক:

আরিয়া পারমানা নামে দশ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশুর ওজন ১৯২ কেজি! বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেয়েছে শিশুটি। ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, গত বছর থেকেই অতিরিক্ত ওজনের কারণে আরিয়া খবরে জায়গা করে নিচ্ছে। এ বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস্, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে অনেক পরিমাণ পানীয়।

এ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে স্কুলে যেতে পারছে না ছেলেটি। এদিকে দেশে বেশ খ্যাতি অর্জন করেছে এ স্থূলতার জন্য। এমনকি পার্শ্ববর্তী প্রদেশ থেকেও তাকে দেখতে আসে মানুষ।

অতিরিক্ত ওজনের কারণে হাঁটতে পারছে না আরিয়া। তার মাপের পোশাক পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে মা-বাবাকে। আরিয়ার ওজন কমানোর জন্য ডায়েট করার চেষ্টা চালিয়েছিল পরিবারটি। শুধু শাকসবজি ও ফলমূল খাওয়ার পর দেখা গেল মাত্র ৬ কেজি ওজন কমেছে।

ছেলের ওজন কমানোর জন্য চিকিৎসকদের কাছে দৌড়াচ্ছেন আরিয়ার বাবা-মা। চিকিৎসকরা তার সার্জারির কথা বলছে। আরিয়ার পাকস্থলীর আকার কমাতে হবে বলে চিকিৎসকরা মনে করছেন যাতে খাবার গ্রহণ কমাতে হয়।

আরিয়া মাত্র ১০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে মোটা শিশু হিসেবে খ্যাতি পেলেও মা বাবার কাছে এটি বিড়ম্বনার নাম। এবং তার বাবা-মা চাচ্ছেন খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক ছেলেটি।

 

প্রকাশ :মে ২৭, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ