নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৭ মার্চ থেকে বিজিবি ও বিজিপি যৌথ টহল পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার দুপুরে রাজধানীর তেজকুনি পাড়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তে সৈন্য মোতায়েন করেছিল মিয়ানমার। তবে এখন আলোচনা সাপেক্ষে সীমন্তবর্তী এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
প্রসঙ্গত, বাংলাদেশ ও মিয়ানমারের তুমব্রু সীমান্তে গত বৃহস্পতিবার থেকে অতিরিক্ত বিজিপি মোতায়েন করে মিয়ানমার। অতিরিক্ত সেনাসহ সীমান্ত ঘেঁষে ভারী অস্ত্রও মোতায়েন করা হয়। শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের সরে যেতে ফাঁকা গুলিবর্ষণও করে দেশটি।
এর কারণ জানতে চেয়ে ওইদিনই পতাকা বৈঠকের আহ্বান জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে শুক্রবার বিজিবি ও বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বিজিপি জানায়, ভুল তথ্যের ভিত্তিতে তারা অতিরিক্ত সেনা মোতায়েন করেছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ