১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

নিখুঁত সেলফি তোলার সঠিক পদ্ধতি

লাইফ স্টাইল ডেস্ক:

সেলফি। না, এটা আর নতুন কোনও শব্দ নয়। মাত্র কয়েক বছরেই এই শব্দ যেন ব্যবহারে ব্যবহারে একেবারে সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তরুণ প্রজন্ম হোক বা বয়স্ক মানুষরা সকলেই আসক্ত নিজস্বীতে।

এবার সেই নিজস্বী নিয়েই একটা অদ্ভুত কথা বললেন গবেষকরা। তারা বলছেন, নিজস্বী তোলার সময়ে খেয়াল রাখুন আপনার হাত যেন ৫ ফুট দূরত্বে থাকে! না হলে সেই নিজস্বী মোটেই ভালো হবে না। হ্যাঁ, এমনই আশ্চর্য কথা বলছেন গবেষকরা! কোনও মনগড়া আজগুবি কথা নয়, রীতিমতো গবেষণা চালিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। পুরোটা জানলে তবে বিষয়টা পরিষ্কার হবে।

এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, জামা ফেসিয়াল প্লাস্টিক সার্জারি নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে ৫ ফুট বা দেড় মিটার দূরত্ব থেকে নিজস্বী তোলা হলে তবেই ছবিটি সুসমঞ্জস হয়। যদিও তা তো আর কোনও ভাবেই সম্ভব নয়। মানুষ না হয়ে দৈত্য হলে হয়তো এ কাজ করা যেত। কিন্তু সাধারণ ভাবে নিজস্বী তোলা হয় ১২ ইঞ্চি অর্থাৎ ৩০ সেন্টিমিটার দূরত্ব থেকে। এর বেশি সাধ্য নেই মানুষের। যার ফলে ছবি কখনওই ভালো আসে না।

এই গবেষণার অন্যতম গবেষক ও বিশিষ্ট প্লাস্টিক সার্জেন বরিস পাসখোভার জানিয়েছেন, বছরের পর বছর ধরে আমার রোগীরা ও পরিবারের সদস্যদের নিজস্বী তোলার পরে বলতে শুনেছি, আমার নাকটা কেমন বিকট বড় দেখাচ্ছে! আমি সব সময়েই তাদের বুঝিয়েছি, তোমাদের মোটেই ওরকম দেখতে নয়। আসলে নিজস্বী তুললে নাকটা ওরকম বড় দেখাবেই। আর শুধু বলা নয়, আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম।

কেবল মুখের কথাই নয়, রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দেন বরিস। তিনি এবং তার সঙ্গীরা মিলে রাটগার্স নিউ জার্সি মেডিকেল স্কুল ও ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তারা একেবারে অঙ্কের সাহায্য নিয়ে এই গবেষণা চালিয়েছেন। পুরুষ ও নারীদের মুখের গড় একটি মাপ নিয়ে গবেষণা চালানোর পরে দেখা গেছে বরিসের বক্তব্যে কোনও ভুল নেই। ১২ ইঞ্চি দূর থেকে নিজস্বী তুললে পুরুষদের নাকের আকার ৩০ শতাংশ বেড়ে যায়! মেয়েদের ক্ষেত্রে সেটা ২৯ শতাংশ। অর্থাৎ উনিশ-বিশ।

বরিস জোর গলায় বলেছেন, নিজস্বী মুখের আকারকে বিকৃত করে দেখায়। সেলফি স্টিক দিয়ে তোলা নিজস্বীর দূরত্ব বা সুসমঞ্জসতা সম্পর্কে অবশ্য কিছু বলেনি এই গবেষণা। তবে সেক্ষেত্রেও দূরত্বটা যে ৫ ফুট হয় না তা বলাই বাহুল্য। বরিস জানিয়েছেন, আমি চাই না নিজস্বী তোলার পরে কেউ ভাবুক, আমাকে কি সত্যিই এই রকম দেখতে! আরে আপনাকে মোটেই এরকম দেখতে নয়। এর থেকে ঢের সুন্দর আপনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১২:৪০ অপরাহ্ণ