১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

মুক্তি পেলেন কল্যাণ পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার রাতে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিমপুর কারাগার থেকে আমিনুর রহমান মুক্তি পেয়েছেন। মুক্তির পাওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে।’

দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর আমিনুরের সন্ধান পাওয়া যায়। এরপর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। গত বছরের ২৭ আগস্ট নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন আমিনুর। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ ছিল। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্তি পেলেন আমিনুর।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ